বিশ্ব

ইসরাইলকে কঠোর জবাব: ‘সব ধরনের অস্ত্র’ ব্যবহারের হুঁশিয়ারি ইরানের

ইসরাইলের বিরুদ্ধে পাল্টা হামলার ঘোষণা দিয়েছে ইরান, এবং এই হামলায় ‘সব ধরনের অস্ত্র’ ব্যবহারের হুঁশিয়ারিও দিয়েছে দেশটি। সোমবার (২৮ অক্টোবর) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমায়েল বাঘাই এক সাপ্তাহিক টেলিভিশন সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। রয়টার্সের এক প্রতিবেদনে এই খবর উঠে এসেছে।

সংবাদ সম্মেলনে বাঘাই বলেন, “ইসরাইলি হামলার জবাবে আমরা সব ধরনের অস্ত্র ব্যবহার করব। ইসরাইল যেভাবে হামলা চালিয়েছে, আমরাও তেমনই সমান শক্তি দিয়ে প্রতিক্রিয়া জানাবো।” তবে এই প্রতিক্রিয়ার ধরন ও পদ্ধতি সম্পর্কে তিনি বিস্তারিত কিছু বলেননি, যা ইরানের পরিকল্পনা ঘিরে আরও অনিশ্চয়তা তৈরি করেছে।

এর আগের দিন, রোববার (২৭ অক্টোবর) ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ইসরাইলকে সতর্ক করে জানান যে, ইরানী কর্মকর্তারা সিদ্ধান্ত নেবেন কীভাবে ইসরাইলে হামলা চালানো হবে এবং তাদের সামরিক শক্তি কীভাবে প্রদর্শিত হবে। খামেনি বলেন, “ইসরায়েলের হামলাকে ছোট করে দেখার কিছু নেই, আবার একে অতিরঞ্জিত করাও ঠিক হবে না। আমাদের প্রতিক্রিয়া হবে সুনির্দিষ্ট ও যথাযথ।”

আরও পড়ুনঃ

এ ছাড়া, ইরানের মাটিতে ইসরাইলের আগ্রাসনকে কেন্দ্র করে আইআরজিসি (ইরান রেভোলিউশনারি গার্ড কর্পস)-এর প্রধান সেনাপ্রধান কমান্ডার মেজর জেনারেল আবদোলরহিম মুসাভির কাছে এক চিঠিতে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় উল্লেখ করেছে যে, “ইসরাইলি অপরাধের পরিণতি হবে দখলদারদের জন্য অকল্পনীয় ও ভয়ংকর।” এই চিঠি ইরানের প্রতিশোধ পরিকল্পনা আরও দৃঢ় করেছে এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও উস্কে দিয়েছে।

গত শনিবার (২৬ অক্টোবর) ভোরে তেহরান ও পশ্চিম ইরানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় ইসরাইলের বেশ কিছু বিমান হামলার ঘটনা ঘটে। এই হামলায় ইরানের চারজন সেনা নিহত হন, যা ইরানের পক্ষ থেকে কঠোর প্রতিক্রিয়ার হুমকি আরও জোরালো করেছে।

ইরানের এই পাল্টা প্রতিশোধের প্রস্তুতি এবং ইসরাইলের প্রতি কঠোর হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের শঙ্কা তৈরি করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই সংঘাত যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তবে এটি আন্তর্জাতিক পর্যায়ে এক বিপর্যয়ের রূপ নিতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button