৫০ হাজার বেতন এর বেসরকারি সংস্থায় ঢাকার বাইরে চাকরি

বেসরকারি উন্নয়ন সংস্থা (এফডিএ) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ভোলা জেলার একটি প্রকল্পের জন্য এমআইএস ও ডকুমেন্টেশন অফিসার পদে একজন কর্মকর্তাকে নিয়োগ দিতে চায়। আগ্রহী প্রার্থীদের সরাসরি, ডাকযোগে অথবা ই-মেইলের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে।
পদের নাম:
এমআইএস ও ডকুমেন্টেশন অফিসার
পদসংখ্যা: ০১
যোগ্যতা:
- স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সামাজিক বিজ্ঞান, ডেভেলপমেন্ট স্টাডিজ অথবা পরিসংখ্যানে স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
- মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন, এমআইএস এবং ডকুমেন্টেশন বিষয়ে বাংলাদেশের যেকোনো উন্নয়ন সংস্থায় কমপক্ষে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- উদ্যোক্তা উন্নয়ন-সংক্রান্ত প্রকল্প এবং সংশ্লিষ্ট ডোনার ফান্ডে কাজ করা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
- এমআইএস, এমএস অফিস প্যাকেজ, ওপেন ডাটা কিটস/কোবো টুলবক্স, এসপিএসএস/এসটিএটিএ বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
- ড্রাইভিং লাইসেন্সসহ পাঁচ বছর মোটরসাইকেল চালানোর অভিজ্ঞতা থাকতে হবে।
- ভোলায় শাখা পর্যায়ে অবস্থান করে কার্যক্রম পরিচালনার মানসিকতা থাকতে হবে।
কর্মস্থল:
ভোলা
বেতন-ভাতা:
মাসিক সাকল্যে বেতন ৫০,০০০ টাকা। এ ছাড়াও প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী উৎসব বোনাস, বাংলা নববর্ষ ভাতা এবং মোবাইল ভাতা প্রদান করা হবে।
আবেদন যেভাবে:
আগ্রহী প্রার্থীদের সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রের কপি এবং যোগাযোগ নম্বরসহ পরিচয় প্রদানে সক্ষম এমন দুজন অনাত্মীয় ব্যক্তির নাম উল্লেখ করে আবেদনপত্রসহ জীবনবৃত্তান্ত সরাসরি, ডাকযোগে অথবা ই-মেইলে পাঠাতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এখানে জানা যাবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা:
নির্বাহী পরিচালক,
পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ),
এফডিএ ভবন,
আদর্শপাড়া, ওয়ার্ড নম্বর-৬,
চরফ্যাশন পৌরসভা,
চরফ্যাশন, ভোলা।
ই-মেইল: smart.fda.bhola@gmail.com।
আবেদনের শেষ সময়:
২৯ অক্টোবর ২০২৪।
One Comment