চাকরি

বেসরকারি সংস্থা বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) ৫০০ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ

বাংলাদেশের অন্যতম বেসরকারি সংস্থা বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি দেশের বিভিন্ন অঞ্চলে কাজের দক্ষতা বাড়ানোর লক্ষ্যে মাঠ পর্যায়ে দুইটি ক্যাটাগরির পদে মোট ৯০০ জন কর্মী নিয়োগ দেবে। এই নিয়োগের আওতায় যারা মাঠ কর্মকর্তা হিসেবে কাজ করতে আগ্রহী, তাদের আবেদনপত্র সরাসরি জমা দেওয়ার পাশাপাশি ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন করার সুযোগ রয়েছে। নিয়োগের জন্য প্রার্থীদের আবেদনপত্র নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছাতে হবে।

পদবির বিবরণ ও যোগ্যতা

১. পদবির নাম: মাঠ কর্মকর্তা (গ্রেড-১)
পদসংখ্যা: ৫০০
যোগ্যতা: আবেদনকারীর ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকা আবশ্যক। এছাড়া ক্ষুদ্র অর্থায়নের কাজের অভিজ্ঞতা থাকলে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স: প্রার্থীদের বয়স ৩০ জুন ২০২৪ তারিখে ২২ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
বেতন-ভাতা: প্রথম তিন মাস শিক্ষানবিশকালীন মাসিক বেতন সাকল্যে ২১,০০০ টাকা নির্ধারিত। তিন মাস পর স্থায়ীকরণের ভিত্তিতে কর্মস্থল ভেদে মাসিক বেতন ৩৬,০০০ থেকে ৪২,০০০ টাকা পর্যন্ত প্রদান করা হবে।

২. পদবির নাম: মাঠ কর্মকর্তা (গ্রেড-২)
পদসংখ্যা: ৪০০
যোগ্যতা: ন্যূনতম স্নাতক ডিগ্রি।
বয়স: ২২ থেকে ৩২ বছরের মধ্যে।
বেতন-ভাতা: প্রথম তিন মাস শিক্ষানবিশকালীন মাসিক বেতন ১৯,০০০ টাকা। স্থায়ীকরণের পর মাসিক বেতন ৩২,০০০ থেকে ৩৮,০০০ টাকা নির্ধারিত।

সুযোগ-সুবিধা

নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের প্রথম এক মাস প্রাক্‌-নিয়োগ দক্ষতা যাচাই/প্রশিক্ষণে অংশ নিতে হবে। এই সময়কালে প্রার্থীদের ৮,৯৫০ থেকে ৯,৪৫০ টাকা পর্যন্ত সম্মানী ভাতা দেওয়া হবে। সফলভাবে এক মাসের প্রশিক্ষণ শেষে তাদের শিক্ষানবিশ কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হবে। তিন মাস শিক্ষানবিশকাল সম্পন্ন করলে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে এবং স্থানভেদে উল্লিখিত বেতন-ভাতা প্রযোজ্য হবে। এছাড়াও সকল স্থায়ী কর্মীরা পাবেন:

  • বছরে দুটি উৎসব বোনাস এবং বৈশাখী ভাতা
  • কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি সুবিধা
  • পারফরম্যান্স ইনসেনটিভ, দূরত্ব ভাতা ও মোটরসাইকেল ভাতা
  • বার্ষিক বেতন বৃদ্ধি ও মোবাইল ফোন ভাতা
  • বিজ স্টাফ সুরক্ষা প্রোগ্রাম (BSSP), বিজ লোন ফান্ড (BLF)
  • স্টাফ কল্যাণ ভাতা ও গ্রুপ বিমা সুবিধা
  • বিনা খরচে একক আবাসনের ব্যবস্থা এবং প্রতিদিন সকালের নাশতা

সাথে প্রতি বছর জুলাই মাসে বিগত বছরের কর্মমূল্যায়নের ভিত্তিতে মূল বেতনের ৫ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধি পাবে।

বিশেষ শর্ত

মাঠ কর্মকর্তা (গ্রেড-১) পদে যোগদানের সময় প্রার্থীদের জামানত হিসেবে ২৫,০০০ টাকা এবং গ্রেড-২ পদে ২৪,০০০ টাকা জমা দিতে হবে। এ জামানত চাকরিতে যোগদানের পর প্রথম ছয় মাসের মধ্যে চাকরি থেকে অব্যাহতি নেওয়া হলে ফেরতযোগ্য নয়। তবে, ছয় মাস পরে চাকরি ত্যাগের সময় বিনা লাভে জামানতের পুরো অর্থ ফেরত দেওয়া হবে।

আবেদনপত্র পাঠানোর পদ্ধতি ও আবশ্যিক কাগজপত্র

আগ্রহী প্রার্থীদের স্বহস্তে লিখিত আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্রে অবশ্যই আবেদনকারীর পূর্ণ নাম, পিতা/স্বামীর নাম, স্থায়ী ও বর্তমান যোগাযোগের ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, এনআইডি/স্মার্ট কার্ড/জন্মনিবন্ধন নম্বর, রক্তের গ্রুপ উল্লেখ থাকতে হবে।
সঙ্গে সংযুক্ত করতে হবে:

  • আবেদনকারীর রঙিন ছবি
  • শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি
  • প্রশিক্ষণ সনদ (যদি থাকে)
  • এনআইডি বা জন্মনিবন্ধন সনদ
  • অভিজ্ঞতা সনদ (যদি থাকে, প্রথম শ্রেণির সরকারি গেজেটেড কর্মকর্তা দিয়ে সত্যায়িত হতে হবে)
  • নমিনির নাম, বয়স, সম্পর্ক এবং এনআইডি বা জন্মনিবন্ধন সনদ

প্রতিটি খামের ওপর আবেদনকৃত পদের নাম এবং যে বিভাগে নিয়োগ প্রত্যাশা করেন, তা উল্লেখ করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা:
সিনিয়র ম্যানেজার (মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগ), বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ),
প্রধান কার্যালয়, বাড়ি নম্বর-৮/বি, রোড নম্বর-২৯, গুলশান-১, ঢাকা-১২১২।

আবেদনের শেষ তারিখ: ১০ নভেম্বর ২০২৪।

এ নিয়োগ বিজ্ঞপ্তি তরুণ প্রজন্মের কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর ক্ষেত্রে বড় পদক্ষেপ বলে মনে করছেন অনেকেই।

 

বেসরকারি সংস্থা বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) ৫০০ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button