প্রিয়াংকার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে বিস্ফোরক মন্তব্য অভিনেতার

বলিউড ও হলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া তার ক্যারিয়ারে বহু ছবিতে একাধিক অভিনেতার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছেন। তবে, একেকবার এক অভিনেতার সঙ্গে চুম্বন দৃশ্যে অভিনয় করতে গিয়ে তিনি বেশ অস্বস্তি বোধ করেছিলেন এবং সেই দৃশ্যে অভিনয়ে রাজি হননি। কারণ, সেই অভিনেতার তথাকথিত “নায়কের চেহারা” ছিল না বলে অভিযোগ করা হয়। এ কারণে তিনি চুম্বন দৃশ্যে অভিনয় করতে স্বাচ্ছন্দ্যবোধ করেননি বলে মনে করা হয়।
আনন্দবাজারের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ‘সাত খুন মাফ’ ছবিতে প্রিয়াংকা চোপড়া একাধিক অভিনেতার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছিলেন। কিন্তু তাদের মধ্যে অন্নু কাপুর নামের এক অভিনেতার সঙ্গে চুম্বন দৃশ্যে অভিনয়ে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেননি।
২০১১ সালে এক সাক্ষাৎকারে অন্নু কাপুর অভিযোগ করেছিলেন, প্রিয়াংকা চোপড়া তাকে চুম্বন করতে রাজি হননি, কারণ তিনি তথাকথিত “নায়ক” নন। তার মতে, প্রিয়াংকা যদি তাকে নায়ক হিসেবে গ্রহণ করতেন, তবে চুম্বন করতে কোনো আপত্তি থাকত না। অন্নু কাপুর বলেন, “আমার চেহারা সুন্দর নয়, আমার ব্যক্তিত্বও ভালো নয়, তাই এ সমস্যা হয়েছিল।” তিনি আরও যোগ করেন, “প্রিয়াংকা তথাকথিত নায়কদের সঙ্গে চুম্বন দৃশ্যে অভিনয় করতে কোনো সমস্যা বোধ করেন না, কিন্তু আমার সঙ্গে এমন আচরণ করলেন।”
অন্নু কাপুরের এই মন্তব্য প্রিয়াংকা চোপড়াকে বেশ ক্ষুব্ধ করে তোলে। এক সাক্ষাৎকারে প্রিয়াংকা স্পষ্টভাবে জানিয়ে দেন যে, অন্নুর এমন মন্তব্য শুনে তিনি অত্যন্ত বিরক্ত হয়েছেন। তিনি বলেন, “তিনি (অন্নু) যদি এমন দৃশ্যে অভিনয় করতে চান অথবা এমন মন্তব্য করতে চান, তবে তিনি সেই ধরনের ছবিতেই কাজ করতে পারেন। আমাদের ছবিতে এমন কোনো ঘনিষ্ঠ দৃশ্য ছিল না।”
প্রসঙ্গত, ‘সাত খুন মাফ’ সিনেমাটি ২০১১ সালে মুক্তি পায়। এই ছবিতে প্রিয়াংকা চোপড়ার পাশাপাশি অভিনয় করেছিলেন নীল নীতিন মুকেশ, ইরফান খান, নাসিরুদ্দিন শাহ, ভিভান শাহ, এবং অন্নু কাপুর।