অবশেষে ইরানের প্রতিরোধের মুখে পিছু হটল ইসরায়েল

ইসরায়েল নিশ্চিত করেছে যে ইরানে তাদের সামরিক অভিযান শেষ হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি এক বিবৃতিতে জানান, ইরানের হামলার জবাবে ইসরায়েলি বাহিনী সফলভাবে প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পন্ন করেছে।
হ্যাগারির এ ঘোষণার আগে ইরান জানিয়েছিল যে তারা ইসরায়েলি হামলা প্রতিহত করেছে এবং ইসরায়েলি ড্রোনগুলোকে আকাশেই ধ্বংস করেছে। এই ঘটনাসংক্রান্ত ভিডিও ফুটেজ ইতিমধ্যেই অনলাইনে ছড়িয়ে পড়েছে।
ড্যানিয়েল হ্যাগারি এক বার্তায় আরও বলেন, “আমরা ইরানে সামরিক লক্ষ্যবস্তুতে নির্দিষ্ট হামলা চালিয়েছি এবং ইসরায়েলের বিরুদ্ধে আসন্ন হুমকিগুলোকে নস্যাৎ করেছি।” একইসঙ্গে তিনি সতর্ক করে দিয়ে বলেন, যদি ইরান পাল্টা আক্রমণ করে, তবে ইসরায়েলও উপযুক্ত প্রতিক্রিয়া জানাবে।
এর আগে গতকাল রাতে ইরানের রাজধানী তেহরান এবং কারাজ শহরে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইসরায়েলের এই হামলার সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বাংকারে আশ্রয় নিয়েছিলেন।
ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা জানায়, ইরানের প্রতিরক্ষা বাহিনী তেহরানের আশপাশে আকাশসীমায় ইসরায়েলি লক্ষ্যবস্তুগুলো সফলভাবে ধ্বংস করেছে। পাশাপাশি ইরানের কর্মকর্তারা জানান, তারা ইসরায়েলি আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত রয়েছে।
উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজা এবং লেবাননে ব্যাপক হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এর পরিপ্রেক্ষিতে ইরান গত ১ অক্টোবর ইসরায়েলের দিকে প্রায় ২০০টি ক্ষেপণাস্ত্র ছোড়ে, যা ছিল গত ছয় মাসের মধ্যে ইসরায়েলের ওপর ইরানের দ্বিতীয় বড় ধরনের আক্রমণ।