হোয়াটসঅ্যাপের নতুন ফিচার: আসল ও ভুয়া ছবির পার্থক্য করবেন কীভাবে?

সামাজিক মাধ্যমের ব্যবহার আজকাল আমাদের জন্য যেন গোটা পৃথিবীকে হাতের মুঠোয় এনে দিয়েছে। এই প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে আমরা ঘরে বসেই মুহূর্তের মধ্যে বিশ্বের যেকোনো প্রান্তে পৌঁছে যেতে পারি। তবে এই সুবিধার পাশাপাশি ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে পড়ছে নানা ভুয়া ছবি বা তথ্য, যা অনেক সময় বিভ্রান্তি সৃষ্টি করে। এই সমস্যা সমাধানে নতুন ফিচার নিয়ে এলো মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপ।
হোয়াটসঅ্যাপে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে নতুন একটি ফিচার, যার মাধ্যমে সহজেই যাচাই করা যাবে কোনো ছবি আসল নাকি ভুয়া। শীঘ্রই সবার জন্য উন্মুক্ত হতে যাচ্ছে এই ফিচার, যার নাম দেওয়া হয়েছে ‘Search On Web’।
কীভাবে কাজ করবে এই ফিচারটি?
ধরুন, আপনাকে কেউ একটি ছবি পাঠিয়েছে। সেই চ্যাটটি খুলে ডান দিকে থাকা থ্রি ডট মেনুতে গেলেই ‘Search On Web’ অপশনটি দেখতে পাবেন। এই অপশনে ক্লিক করলেই সরাসরি গুগলে গিয়ে ছবিটি সার্চ হবে এবং এটি আসল নাকি কৃত্রিম তা বোঝা সহজ হবে। এই ফিচারে ছবিটি সেভ হবে না, বরং সরাসরি গুগলে সার্চ করা হবে, যার নিয়ন্ত্রণ হোয়াটসঅ্যাপের হাতে নেই।
আরও পড়ুন, যুব সমাজের চাহিদা পূরণে কলরেট কমানো ও ইন্টারনেটের মেয়াদহীন প্যাকেজের আহ্বান নাহিদ ইসলামের
তবে আপাতত কেবলমাত্র বেটা টেস্টাররা এই ফিচারটি ব্যবহার করতে পারবেন, এবং সেজন্য হোয়াটসঅ্যাপের সর্বশেষ আপডেট থাকা আবশ্যক।
উল্লেখ্য, সম্প্রতি হোয়াটসঅ্যাপ আরও একটি ফিচার এনেছে, যা চ্যাট ব্যবস্থাকে আরও সহজ করে তুলতে সাহায্য করছে। ফিচারটির নাম ‘Lists’। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের চ্যাটকে বিভিন্ন ভাগে সাজাতে পারবেন, যেমন ‘পরিবার’, ‘অফিস’, কিংবা ‘প্রতিবেশী’ ইত্যাদি আলাদা গ্রুপে ভাগ করে নেওয়া যাবে। নিয়মিত বহু মানুষের সঙ্গে চ্যাট করেন এমন ব্যবহারকারীদের জন্য এই ফিচারটি অত্যন্ত সুবিধাজনক হবে বলেই মনে করা হচ্ছে।