ইরানের ওপর ইসরাইলি হামলার প্রতিবাদ জানালো বাংলাদেশ

ইরানের ওপর সাম্প্রতিক ইসরায়েলি সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা একটি বিবৃতিতে এই নিন্দা জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশ দ্ব্যর্থহীনভাবে ইরানের সার্বভৌমত্বের ওপর ইসরায়েলি আক্রমণকে প্রত্যাখ্যান করে। এই আক্রমণ জাতিসংঘের সনদ ও আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং ইরানের স্বাধীনতায় সরাসরি হস্তক্ষেপ হিসেবে বিবেচিত।
বিবৃতিতে আরও বলা হয়, ইরানের ওপর এ ধরনের হামলা শুধুমাত্র আঞ্চলিক শান্তির জন্য হুমকিস্বরূপ নয়, বরং তা বৈশ্বিক নিরাপত্তাকেও অস্থিতিশীল করে তুলেছে। এই পরিস্থিতি ইতোমধ্যেই ভঙ্গুর আঞ্চলিক ভারসাম্যকে ক্ষতিগ্রস্ত করেছে এবং সামগ্রিকভাবে বিশ্বে অস্থিরতার পরিবেশ সৃষ্টি করেছে।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আঞ্চলিক ও বৈশ্বিক স্টেকহোল্ডারদের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, তারা যেন নিজ নিজ প্রভাব কাজে লাগিয়ে এ ধরনের উস্কানিমূলক পদক্ষেপ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোকে সংযম প্রদর্শনে উদ্বুদ্ধ করে। বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের হামলার দীর্ঘমেয়াদী প্রতিক্রিয়া ভয়াবহ হতে পারে, যা কেবলমাত্র এই অঞ্চলের স্থিতিশীলতাই নয়, বৈশ্বিক শান্তি ও নিরাপত্তাকেও বিপন্ন করবে।
বাংলাদেশ মনে করে, চলমান এই পরিস্থিতিতে সংযমের মাধ্যমে কূটনৈতিক পদক্ষেপই একমাত্র সঠিক সমাধান, যা আঞ্চলিক শান্তি বজায় রাখতে সহায়ক হবে।