পাকিস্তান নির্বাচিত করল নতুন অধিনায়ক

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সীমিত ওভারের ক্রিকেটে নতুন নেতৃত্বের দায়িত্ব তুলে দিয়েছে কিপার-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান এবং সহ-অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে অলরাউন্ডার সালমান আলী আগাকে। বাবর আজম সম্প্রতি ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর পর রিজওয়ান ও সালমানকে দায়িত্ব দেয়া হলো।
রোববার পিসিবি অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ে সফরের জন্য দল ঘোষণা করে। একই দিনে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে অধিনায়ক ও সহ-অধিনায়কের নাম প্রকাশ করেন। এসময় তার পাশে উপস্থিত ছিলেন নির্বাচক কমিটির সদস্য আকিব জাভেদ ও আজহার আলী, এবং দায়িত্ব পাওয়া রিজওয়ান ও সালমান।
বাবরের অধিনায়কত্ব ছাড়ার পর থেকেই রিজওয়ানের নেতৃত্ব পাওয়া নিয়ে আলোচনা ছিল। তবে জিম্বাবুয়ে সফরের জন্য তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। সালমান আলী আগা দুই সফরেই দলের অংশ থাকবেন এবং চারটি সিরিজে খেলবেন।
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ৪ নভেম্বর মেলবোর্নে। এরপর অ্যাডিলেইড ও পার্থে ৮ ও ১০ নভেম্বর বাকি দুটি ম্যাচ হবে। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো ১৪, ১৬ ও ১৮ নভেম্বর ব্রিজবেন, সিডনি ও হোবার্টে অনুষ্ঠিত হবে।
জিম্বাবুয়ে সফরে পাকিস্তান তিনটি ওয়ানডে খেলবে ২৪, ২৬ ও ২৮ নভেম্বর এবং টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে ১, ৩ ও ৫ ডিসেম্বর বুলাওয়ায়োতে।