টেলিটকের ‘জেন-জি’ সিম বিক্রির নতুন সিদ্ধান্ত

রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর কোম্পানি টেলিটক তাদের ‘জেন-জি’ সিমের নতুন মূল্য নির্ধারণ করেছে, যা আগামীকাল বৃহস্পতিবার (২৪ অক্টোবর) থেকে কার্যকর হবে। ১০০ টাকার পরিবর্তে এই সিম কিনতে গ্রাহকদের ১৫০ টাকা খরচ করতে হবে।
বুধবার (২৩ অক্টোবর) টেলিটকের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। ফেসবুক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ১০০ টাকায় ‘জেন-জি’ সিম ক্রয় করার আজই (২৩ অক্টোবর) শেষ দিন। কাল থেকে প্যাকেজটির নিয়মিত মূল্য ১৫০ টাকা কার্যকর হবে।
‘জেন-জি’ সিম মূলত তরুণদের জন্য বিশেষভাবে তৈরি একটি প্যাকেজ, যা জুলাই বিপ্লবের আলোচিত শব্দ ‘জেনারেশন জি’ বা ‘জেন-জি’ থেকে অনুপ্রাণিত হয়ে বাজারে আনা হয়েছে। প্যাকেজটিতে রয়েছে আনলিমিটেড মেয়াদে ডাটা ও বছরের জন্য বিশেষ বান্ডেল অফারের সুবিধা।
প্রথম ৩০ দিন গ্রাহকরা ৫০ টাকা ছাড়ে এই সিম কিনতে পেরেছিলেন। তবে এখন থেকে এর দাম হবে ১৫০ টাকা। টেলিটক জানিয়েছে, এই সিমে গ্রাহকরা বাজারের সবচেয়ে কম মূল্যে আনলিমিটেড মেয়াদে ডাটা ও বিভিন্ন বান্ডেল অফার উপভোগ করতে পারবেন।
এছাড়া প্যাকেজটিতে থাকছে ১ সেকেন্ড পালস্, সাশ্রয়ী ভয়েস কল রেট, এবং চাকরিপ্রার্থীদের জন্য ১২ মাসের ফ্রি অল জবস প্রিমিয়াম মেম্বারশিপ সুবিধা। নতুন গ্রাহকরা টেলিটকের কাস্টমার কেয়ার সেন্টার থেকে সিম সংগ্রহ করতে পারবেন।
এ ছাড়া মাই টেলিটক অ্যাপ ব্যবহার করে বা *১১১# ডায়াল করেও এই প্যাকেজের সুবিধা নেওয়া যাবে, যা ফিচার ফোন ব্যবহারকারীদের জন্য বিশেষভাবে সহায়ক।